প্রিন্ট এর তারিখঃ Nov 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ Nov 12, 2025 ইং
গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ভারতের দূতকে তলব

নিজস্ব প্রতিবেদক, জাগরণ বিডি।।
দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার ও কথা বলার সুযোগ করে দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন ভাদেকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে তলব করেন দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাজধানীতে পলাতক শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার এটিকে “গভীর উদ্বেগজনক” হিসেবে দেখছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলার এক পলাতক আসামিকে আশ্রয় দিয়ে তাকে দেশবিরোধী বক্তব্য ও উসকানিমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া—এটি দুই দেশের সম্পর্কের পক্ষে মোটেও সহায়ক নয়।
ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে, অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য প্রচারের সুযোগ বন্ধে বাংলাদেশ সরকারের অনুরোধ যেন তিনি নয়াদিল্লিকে অবহিত করেন।
সূত্র: বাসস
স্বত্ব © জাগরণ বিডি ২০২৫